Welcome to Applied Macroeconomic Centre

A theory is appropriate as long as it fits into the fact; when a theory doesn't fit in the fact, it's wise to walk with the fact.

Tuesday, November 22, 2011

সামষ্টিক অর্থনীতির বিশ্লেষন

১. প্রথম আলোর শওকত হোসেন এবং মঞ্জুর আহমেদ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান সার্বিক অবস্থা নিয়ে 'অর্থনীতিতে অস্বস্তি' শিরোনামে একটা বিশ্লেষন করেছেন, যা আজকের প্রথম আলোর প্রধান খবর হিসেবে স্থান পেয়েছে। এটা খুবই ভালো একটা ব্যাপার যে, অর্থনৈতিক অবস্থার মৌলিক সমস্যাগুলো সবই এই বিশ্লেষনে এসেছে এবং গুরুত্বপূর্ন বিষয়ে বিভিন্ন সংস্থা যেমনঃ আইএমএফ এবং বাংলাদেশ ব্যাংক-এর মন্তব্যও সেখানে স্থান পেয়েছে। আশার কথা এই যে সবার কথা বলার ধরন প্রায় এক, কিন্তু যা  কিনা আবার নীতিনির্ধারকদের কথা ও চিন্তার ঠিক বিপরীতে।

এখানে প্রথম আলোর লিঙ্কটা পাবেন। 

২. প্রথম আলোর আরেকজন সাংবাদিক আসজাদুল কিবরিয়া সরকারের রাজস্বনীতি নিয়ে বেশ কিছুদিন আগে আরেকটা রিপোর্ট করেছেন, যা কিনা এখনো গুরুত্বপূর্ন। সরকারের রাজস্ব আয়ের সঙ্গে ব্যয়ের যে অসংগতি, সেটাই এখানে মূলত প্রাধান্য পেয়েছে। সরকারের রাজস্ব নীতি একদিকে মূল্যস্ফীতি উসকে দিচ্ছে - মুদ্রানীতি যথেচ্ছ ব্যবহার ও ভর্তুকি কমানোর মাধ্যমে -, অন্যদিকে দেশের মুদ্রানীতি ও আর্থিক ব্যবস্থায় চরম নৈরাজ্যের সৃষ্টি করছে।

এখানে আসজাদুল কিবরিয়ার লেখাটি পাবেন।

No comments:

Post a Comment